নির্বাচনে শীর্ষ ১০ কোটিপতি প্রার্থীর ৭ জন বিএনপির, ৩ জন স্বতন্ত্র

ত্রয়োদশ সংসদ নির্বাচনে শীর্ষ ১০ কোটিপতি (শতকোটি) প্রার্থীর মধ্যে সাতজনই বিএনপির প্রার্থী। বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এতথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ২০২৩ সাল থেকে টিআইবি প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ শুরু করে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলেন হলফনামার বিশ্লেষণ উপস্থাপন করে সংস্থাটি।
হলফনামায় উল্লেখিত সম্পদে শীর্ষ কোটিপতির তালিকায় প্রথমে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী মো. আমিনুল ইসলাম। তার সম্পদের পরিমাণ ৫৯৯.৭ কোটি টাকা।
দ্বিতীয় অবস্থানে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস. এ. কে একরামুজ্জামান। তার সম্পদের পরিমাণ ৪১৪.১ কোটি টাকা
তৃতীয় অবস্থানে থাকা বগুড়া-৫ আসনের বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের সম্পদের পরিমাণ ২৫০.১৬ কোটি টাকা।
চতুর্থ অবস্থানে রয়েছেন কুমিল্লা-৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। তার সম্পদের পরিমাণ ২৩২.২ কোটি টাকা।
পঞ্চম অবস্থানে রয়েছেন ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। তার সম্পদের পরিমাণ ১৯৯.৯১ টাকা।
ষষ্ঠ অবস্থানে থাকা শরীয়তপুর-২ আসনের বিএনপির প্রার্থী মো. সফিকুর রহমানের (কিরন) সম্পদের পরিমাণ ১৬১.৩৪ কোটি টাকা।
সপ্তম অবস্থানে রয়েছেন টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। তার সম্পদের পরিমাণ ১৬০.৩৩ কোটি টাকা।
অষ্টম অবস্থানে রয়েছেন শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারহানা কাদির রহমান। তার সম্পদের পরিমাণ ১৫৯.২৯ কোটি টাকা।
নবম অবস্থানে থাকা ঢাকা-৭ আসনের বিএনপির প্রার্থী হামিদুর রহমানের সম্পদের পরিমাণ ১১৬.৮৪ কোটি টাকা।
আর শীর্ষ দশে থাকা ঢাকা-৮ বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের সম্পদের পরিমাণ ১০৯.৩৬ কোটি টাকা।
হলফনামার বিশ্লেষণে প্রার্থীদের সম্পদ ও বিনিয়োগের বিস্তারিত তুলে ধরা হয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও জনগণের কাছে তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করবে বলেও উল্লেখ করা হয়।
এএএম/জেডএস