পাবনা-১ : আপিলে প্রার্থিতা ফিরে পেলেন খায়রুন নাহার ও তাজুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনের নির্বাচনী লড়াইয়ে ফিরলেন দুই স্বতন্ত্র প্রার্থী খায়রুন নাহার খানম ও মো. তাজুল ইসলাম। নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল মঞ্জুর হওয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) ইসির উপসচিব (আইন) ছানাউল্ল্যাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিটার্নিং অফিসারের বাতিলাদেশের বিরুদ্ধে এই দুই প্রার্থী আপিল আবেদন করেছিলেন। আজ নির্বাচন কমিশন শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করেন। এর ফলে তাদের পাবনা-১ আসনের বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সীমানা জটিলতা সংক্রান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক আদেশের পরিপ্রেক্ষিতে গত ৯ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল। ওই সময় কমিশন জানিয়েছিল, ৩০০ আসনের পরিবর্তে ২৯৮টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। তবে গত ১৫ জানুয়ারি আপিল বিভাগের পুনঃরায়ে আইনি বাধা দূর হলে কমিশন নতুন করে তফসিল ঘোষণা করে।
নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে ১৮ জানুয়ারি, বাছাই হয়েছে ১৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি হলো আজ ২৫ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, পাবনা-১ ও ২ আসনের এই নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সঙ্গেই একযোগে অনুষ্ঠিত হবে।
এসআর/জেডএস