ধানমন্ডিতে পিঠা খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গাড়িচালক নিহত

রাজধানীর ধানমন্ডি থানার তিন নম্বর রোডে ফুটপাতে পিঠা বিক্রেতারসঙ্গে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে রনি খন্দকার (৪৭) নামে এক গাড়িচালক নিহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এস আই) মো. শাহজালাল মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে রাতে ধানমন্ডির একটি আমরা বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, আমরা জানতে পারি রাতে ধানমন্ডি তিন নম্বর রোডের ফুটপাতে একটি পিঠার দোকানে পিঠা খাওয়াকে কেন্দ্র করে পিঠার দোকানদারের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে পিঠাওয়ালা তাকে পিঠে ও বুকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই বিষয়ে একজনকে আটক করা হয়েছে।
নিহতের ছেলে মো. রায়হান খন্দকার বলেন, আমার বাবা একজন প্রাইভেট কোম্পানির গাড়িচালক ছিলেন। আমরা জানতে পেরেছি পিঠা খাওয়াকে কেন্দ্র করে পিঠা বিক্রেতারসঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পিঠা বিক্রেতা আমার বাবাকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। কি কারণে ওই পিঠা বিক্রেতা আমার বাবাকে ছুরিকাঘাত করেছে, আগে কোনো শত্রুতা ছিল কি না এ বিষয়ে আমরা বলতে পারছি না।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার শ্যামপাড়া গ্রামে। আমরা বর্তমানে হাজারীবাগের বউবাজার এলাকায় বসবাস করছি।
এসএএ/এমএসএ