পোস্টাল ব্যালটে ভোট : প্রবাসীদের ব্যাপক সাড়া, দেশে ধীরগতি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 'Postal Vote BD' মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম পুরোদমে চলছে। নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের তুলনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদানের হার ও আগ্রহ তুলনামূলক বেশি।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
নির্বাচন কমিশন জানায়, প্রবাসীদের জন্য পাঠানো ব্যালটের একটি বড় অংশ ইতোমধ্যে গন্তব্যে পৌঁছেছে। প্রবাসে এখন পর্যন্ত গন্তব্যে ব্যালট পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। ৫ লাখ ১৮ হাজার ৩৪৫ জন ভোটার তাদের ব্যালট হাতে পেয়েছেন। ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন প্রবাসী ইতোমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পর ৪ লাখ ১০ হাজার ৯২৮ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। প্রবাসীদের দেওয়া ভোটের মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৮৬০টি ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।
অন্যদিকে, দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটে (In-Country Postal Vote) ভোট দেওয়ার আবেদন করেছিলেন, তাদের কার্যক্রমও চলমান রয়েছে। তবে প্রবাসীদের তুলনায় এখানে অংশগ্রহণের হার কিছুটা কম দেখা যাচ্ছে। বিডি পোস্টের মাধ্যমে ৫ লাখ ১৮ হাজার ৬০৩টি ব্যালট ভোটারদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মাত্র ৭ হাজার ৩৬৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ব্যালট গ্রহণকারীদের মধ্যে ৪ হাজার ৯০২ জন ভোট দিয়েছেন। ভোট সম্পন্ন করে ডাকবিভাগে জমা দিয়েছেন ২ হাজার ৩৯৪ জন ভোটার।
ইসি আরও জানায়, প্রযুক্তির ব্যবহারের ফলে এবার প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। 'Postal Vote BD' অ্যাপের মাধ্যমে ভোটাররা তাদের ব্যালটের অবস্থান ট্র্যাক করতে পারছেন, যা স্বচ্ছতা নিশ্চিত করছে। তবে দেশের অভ্যন্তরে ব্যালট পৌঁছানো এবং তা গ্রহণে ভোটারদের উপস্থিতির হার বৃদ্ধির জন্য প্রচারণা আরও জোরদার করা হতে পারে।
এসআর/এসএম