ভোটের সময় বাংলাদেশের কূটনীতিকদের মিশন ত্যাগ না করার নির্দেশ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশের মিশন প্রধানদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনে (অনারারি কনস্যুলেট ব্যতীত) এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সব রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধিদের নির্বাচনের আগে ও পরে আবশ্যিকভাবে মিশনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করায় এই বিশেষ নির্দেশনা জারি করা হলো।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পরিপ্রেক্ষিতে সব মিশন প্রধানকে নির্বাচন চলাকালীন ও নির্বাচনের পরপরই তাদের মিশন ত্যাগ না করার নির্দেশ দেওয়া হচ্ছে।
ঢাকার একটি কূটনৈটিক সূত্র বলছে, বিদেশের মিশনগুলোতে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ এবং ভোট শেষে সেই ব্যালটগুলো যথাযথ প্রক্রিয়ায় দেশে পাঠানোর কাজ তদারকি করতেই এই সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশের মাটিতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও তা দেশে প্রেরণের লক্ষ্যেই কূটনীতিকদের মিশনে অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে।
এনআই/বিআরইউ