সেতু বিভাগের নিয়োগ পরীক্ষায় অনিয়ম, ৩ পরীক্ষার্থীকে জেল-জরিমানা

সেতু বিভাগের অধীন বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও প্রক্সি দেওয়ার দায়ে তিন পরীক্ষার্থীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট এলাকায় বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে সেতু বিভাগের অধীন কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার্থী মো. সাগর হোসেন তপু (রোল: ১১০০৫৫২)–কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘাগড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
এ ছাড়া অফিস সহায়ক পদের পরীক্ষার্থী রিপন মিয়ার (রোল: ১৪০১৭৫৬) পরিবর্তে প্রক্সি দেওয়ার দায়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. আবুল বাসার, বাবা আব্দুর গাফ্ফার, কেন্দুয়া পৌরসভা, নেত্রকোণা এবং আমির ফয়সাল, বাবা আব্দুল কাইয়ুম, জারিয়া, পূর্বধলা, নেত্রকোণা। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন।
মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিলা জান্নাত রেটিনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার বিষয়টি সংবাদ মাধ্যমেকে জানিয়েছেন।
এমএইচএন/জেডএস