আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা আটক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ আধ্যাত্মিক নেতা মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১৬ জুলাই) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আ ন ম ইমরান খান বলেন, ‘আনসার আল ইসলামের’ আধ্যাত্মিক নেতা মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানকে আটক করা হয়েছে। রাজধানী ঢাকার শাহ আলী থানাধীন বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে র্যাব।
এ বিষয়ে আজ শুক্রবার (১৬ জুলাই) বিকেলে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
এমএসি/এমএইচএস