ডিএমপির ছয় ইন্সপেক্টরকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলি করা কমকর্তারা হলেন- ডিএমপির স্পেশাল অ্যাকশন গ্রুপের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) ফজলুর রহমানকে রমনা থানার পরিদর্শক (অপারেশন), উত্তরা পূর্ব থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. নূর আলম মাসুম সিদ্দিকীকে বাড্ডা থানায়, ডিএমপির কন্ট্রোল রুমের অপারেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক গোলাম রব্বানীকে ডিবি ওয়ারি বিভাগে, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মোকলেছুর রহমানকে উত্তরা পূর্ব থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে, ডিএমপির লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক ইলিয়াস হোসেনকে স্পেশাল অ্যাকশন গ্রুপে এবং ডিবি-ওয়ারির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মিরাজ হোসেন মাতুব্বরকে শাহআলী থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।
জেইউ/জেডএস