ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে প্রথমবার প্রতিনিধি পাঠাল ঢাকা

ইরানের প্রেসিডেন্ট হিসেবে ইব্রাহিম রাইসি শপথ নিচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার (৫ আগস্ট)। রাইসির শপথ অনুষ্ঠানে প্রথমবারের মতো থাকছেন ঢাকার প্রতিনিধিও।
ইরানের কোনো প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে প্রথমবারের মতো ঢাকার পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন। তারা তেহরানের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দেবেন।
বুধবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তিন সদস্য নিয়ে ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ ভোরে ঢাকা ছেড়েছেন। প্রতিনিধি দল ইরানের কাছে বাংলাদেশের বিভিন্ন বার্তা পৌঁছে দেবেন। ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে ভারসাম্য আনতে চায় ঢাকা।
ইরানের প্রেসিডেন্ট হিসেবে ইব্রাহিম রাইসির অভিষেক হয়েছে গতকাল মঙ্গলবার (৪ আগস্ট)। অভিষেকের মধ্য দিয়ে মধ্যপন্থী হাসান রুহানির স্থলাভিষিক্ত হলেন অতি রক্ষণশীল রাইসি। আগামীকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। তেহরানের পার্লামেন্টে অনুষ্ঠিত হতে যাওয়া শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানসহ ৫০ এর অধিক গুরুত্বপূর্ণ অতিথিরা অংশ নেবেন।
গত জুনে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খা-মেনির সমর্থন নিয়ে এই নির্বাচনে জয়ী হন রাইসি।
ইরানের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় বঙ্গবন্ধু-কন্যা আগামীতে বাংলাদেশ ও ইরানের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এনআই/এসকেডি