বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে।
শনিবার (৭ আগস্ট) দূতাবাস জানায়, মালদ্বীপ রেড ক্রিসেন্ট এবং মালদ্বিভীয়ান ব্লাড সার্ভিসের সহায়তায় হাইকমিশন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি, মালদ্বীপের নাগরিক এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন।

দূতাবাস জানায়, হাইকমিশনের এ উদ্যোগ স্থানীয় জনগণ এবং প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা অর্জন করে। বিশেষত করোনা মহামারির এ সংকটকালে রক্তদান কর্মসূচি মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশের সুনাম বয়ে আনবে। একইসঙ্গে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ আয়োজনের মাধ্যমে জাতির পিতার প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করা হয়েছে বলে সবাই অভিমত প্রকাশ করেন।
উদ্বোধনী কর্মসূচিতে মালদ্বীপ রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট আবদুল হালীম আবদুল লতিফ, জেনারেল সেক্রেটারি ফাতিমাথ হিমায়া এবং হাইকমিশনের কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এনআই/এসএসএইচ