স্বামী-স্ত্রীসহ ৬ জন ইয়াবা কারবারি আটক

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ২৫ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় স্বামী-স্ত্রীসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বুধবার (১১ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রেলস্টেশন ও চকবাজার থানার কালাম কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১২ আগস্ট) র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য প্রায় ৭৮ লাখ টাকা।
আটকরা হলেন- মো. ইকবাল হোসেন ( ৪৬), তার স্ত্রী মোছা. শামসুন নাহার (৩৫), মো. কামাল হোসেন (৩৭) তার স্ত্রী রিনা আক্তার (২৫), মো. লিটন আহমদ (৪০) ও রিপন আহমেদ (২৮)।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, সূত্রে খবর আসে, ট্রেনযোগে ঢাকায় ইয়াবা পাচারের উদ্দেশে কতিপয় মাদক কারবারি চট্টগ্রাম রেল স্টেশনে অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে ইকবাল হোসেন, রিনা আক্তার, লিটন আহমদ ও শামসুন নাহারকে আটক করা হয়।
পরে তদের দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থেকে কামাল হোসেন ও রিপন আহমদকে আটক করা হয়।
আটক ইকবাল হোসেনর ভাড়া বাসা থেকে ২৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আসামিরা চট্টগ্রাম থেকে মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে বিক্রি করে আসছিল। তাদের চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএম/এমএইচএস