লালমাটিয়ায় অবৈধ ভিওআইপির বিরুদ্ধে র্যাবের অভিযান

রাজধানীর লালমাটিয়ায় বিটিআরসির সহযোগিতায় অবৈধ ভিওআইপির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল থেকে মোহাম্মদপুর থানাধীন ই ব্লকের লালমাটিয়া জাকির হোসেন রোডের ৫নং বাড়িতে এই অভিযান শুরু হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযান এখনও চলমান আছে। বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে রাত আটটায় ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
জেইউ/এমএইচএস