অটোচালক শাহাবুদ্দিন খুনের প্রধান অভিযুক্ত রাকিব গ্রেফতার

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর ও নৃশংস 'শাহাবুদ্দিন শেখ' হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত রাকিব হাসানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৬ অক্টোবর) দিনগত রাতে গাজীপুরের কাপাসিয়া থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাকিবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
গত বছরের ২৪ মে থেকে নিখোঁজ ছিলেন অটোচালক শাহাবুদ্দিন। ওইদিন সকালে বাড়ি থেকে অটো নিয়ে বের হয়ে আর ফেরেননি শাহাবুদ্দিন। বাবা আবুল শেখ ছেলে নিখোঁজের বিষয়ে উপজেলায় মাইকিং করেও সন্ধান না পেয়ে টঙ্গীবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেন।
তিনদিন পর গত বছরের ২৭ মে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার উত্তর কুরমিরায় শাহাবুদ্দিন নামে ওই অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা পরিত্যক্ত ভিটায় শাহাবুদ্দিনের মরদেহ দেখে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সে সময় টঙ্গীবাড়ি থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানিয়েছিলেন, টঙ্গীবাড়ি উপজেলার চাষিরী গ্রামের অটোচালক শাহাবুদ্দিনকে আগের দিনও উপজেলার সুবচনীতে অটো চালাতে দেখছে লোকজন।
জেইউ/জেডএস