নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে জনজীবন অতিষ্ঠ : দিলীপ বড়ুয়া

বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
শনিবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
দিলীপ বলেন, করোনা মহামারি মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। কিন্তু করোনাকালীন সময়ে লকডাউন ও বিধিনিষেধের কারণে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দিনমজুর এবং গরিব মানুষের একটি বড় অংশ তাদের আয় রোজগার হারিয়েছে। অন্যদিকে চাল, ভোজ্য তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে। সরকারের সংশ্লিষ্ট মহলগুলো দেশের জিনিসপত্রের দাম পর্যবেক্ষণ করে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হচ্ছে।
কায়েমীবাদী মহল দেশকে যেন অস্থিতিশীল করতে না পারে সেজন্য চাল, তেল, গ্যাসসহ নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগর সম্পাদক বাবুল বিশ্বাস, মহানগর সদস্য সাইমুম হক, কবি সুনীল শীল, রাসেল সরদার, হযরত মোল্লা, জয়নাল, সাহেনা বেগম, যুবনেতা মো. সৈকত খান প্রমুখ।
এমএইচএন/এমএইচএস