নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি

দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগতভাবে বাড়ছে। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে করে জনগণ ভোগান্তিতে পড়ছে। তাই নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ভোগ্য পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে ফরওয়ার্ড পার্টি।
মঙ্গলবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে দেশে দল আছে, তবে দলের রাজনীতি নেই। দেশে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। যার প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্যদ্রব্যের ওপর। যারা সরকারে আছেন, তাদের কথা শুনলে মনে হয় দেশে দুধের সরে ভাসছে। আর যারা বিরোধী দলে আছেন, তাদের কথা শুনলে মনে হয় পটপরিবর্তন হলে দেশটার মধুর নহরে ভাসবে। অন্যদিকে সাধারণ মানুষের বাস্তব চিত্র দেখলে মনে হয় দুনিয়া নরকে আছে।
তারা আরও বলেন, বর্তমানে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। একদিকে কর্মসংস্থান নেই, বেকার ভাতা নেই, আয় বাড়ছে না। এসব দিকে রাজনীতিবিদদের কোনো খেয়াল নেই। সরকারি দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড যেভাবে মিডিয়াগুলোতে দৃশ্যমান, তা দেখে মানুষ খালি পেটে প্রণোদনার স্বপ্ন দেখছে।
প্রধানমন্ত্রী কথায় কথায় আমাদের উন্নয়নের জোয়ার দেখান। কিন্তু উন্নয়নের জোয়ারের সঙ্গে যে আবর্জনা জনগণকে গ্রাস করছে, তা যদি তিনি উপলব্ধি করতে পারতেন, তবে যারা শহীদ হয়ে দেশটা স্বাধীন করেছিলেন তাদের আত্মা একটু শান্তি পেত।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড পার্টির কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট প্রফেসর জিয়াউর রহমান, সদস্য সচিব মো. মাহবুবুল আলম চৌধুরী, যুব ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক জালাল আহমেদ প্রমুখ।
এমএইচএন/এমএইচএস