ঘন কুয়াশা : ঢাকার ফ্লাইট নামল কলকাতা-চট্টগ্রামে

ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি দুটি ফ্লাইট। দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর খেয়ে একটি ফ্লাইট চট্টগ্রাম ও আরেকটি কলকাতা বিমানবন্দরে গিয়ে নামে। সোমবার (১ ফেব্রুয়ারি) ভোর ৮টা ১৫ মিনিট থেকেই ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। সোয়া দুই ঘণ্টা পর ১০টা ৩০ মিনিটে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ক্যাপ্টেন তৌহিদ উল আহসান ঢাকা পোস্টকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে ভোর ৮টা ১৫ মিনিট থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এ সময় জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০৩৬ ফ্লাইটটি ঢাকার রানওয়ে দেখতে না পারায় চট্টগ্রামে অবতরণ করেছে।’
তিনি আরও বলেন, ‘দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি বাংলাদেশে নামতে না পেরে কলকাতায় চলে গেছে।’
বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে সকাল পৌনে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যকার ইউএস-বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ ও নভোএয়ারের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো ছাড়তে বিলম্ব হয়।
পুরো দেশে শৈত্যপ্রবাহ
গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের আবহাওয়া পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে। উত্তর-পশ্চিম অঞ্চল থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহের দাপট চলছে দেশজুড়ে। কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌসুমে প্রথমবারের মতো শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকাতেও।
আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ থাকায় মেঘ কেটে গেছে। এর ফলে শীত আর শৈত্যপ্রবাহের তীব্রতা বেড়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম, টেকনাফসহ দুই-এক এলাকা ছাড়া প্রায় সব জায়গাতেই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল ও নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া অধিকাংশ এলাকাতে ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে।
এআর/এইচকে