ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে মো. মোস্তাফিজুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মোবাইল কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাংলাদেশ মিলিটারি একাডেমি সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহিরুল ইসলাম।
মোস্তাফিজুর রহমান মীরসরাই উপজেলার উত্তর কাটাচড়া গ্রামের শামসুল হক ও নুর নাহার বেগমের ছেলে।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, মোস্তাফিজুর রহমান মোবাইলে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া 'সোনার বাংলা' এক্সপ্রেসে কাটা পড়েন তিনি। এতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে মোস্তাফিজ কেন সীতাকুণ্ড এসেছিলেন ও কী করতেন তা প্রাথমিকভাবে জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
কেএম/জেডএস