গুলিস্তানে বাসচাপায় দুজন নিহতের ঘটনায় চালক গ্রেফতার

রাজধানীর গুলিস্তানে ফ্লাইওভারে বেপরোয়া গতির মেঘলা পরিবহনের একটি বাসের ধাক্কায় ২ পথচারীর মৃত্যুর ঘটনায় বাসটির চালক মো. রাকিবকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর দফতরের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, রাজধানীর ওয়ারী এলাকা থেকে রাতে ঘাতক বাসের চালক রাকিবকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন- মো. বাদশা ও মো. ফরিদ।
আহত ৫ জন হলেন- ইলিয়াস (৪০), সুজিত (৪৫), আল আমিন (২৫), ওমর শরীফ (৪৫) ও দেলোয়ার হোসেন (৪৭)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, দ্রুতগামী বাসটি পথচারীদের দেখেও গতি কমায়নি। এতে দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে শনিবার রাতে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছিলেন ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার।
জেইউ/এইচকে