হাজারীবাগে ২ ইয়াবা কারবারি গ্রেফতার

রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি-রমনা) পুলিশ। গ্রেফতার হলেন পপি আক্তার ও সৈয়দ আহাম্মদ মিয়াজী।
রোববার সকালে হাজারীবাগ থানার মনেশ্বর রোড এলাকা থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
ডিবি-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম বলেন, তথ্য পেয়ে হাজারীবাগ থানার মনেশ্বর রোড এলাকার কুলাল মহল জামে মসজিদের সামনে অভিযান চালায় ডিবি। পপি ও মিয়াজীকে তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, তারা দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয় করতেন। বিক্রির জন্যই তারা ইয়াবা বহন করছিলেন। তাদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।
এআর/আরএইচ