রাজধানীতে ৮৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকা থেকে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি-লালবাগ) বিভাগ। গ্রেফতার দুজন হলেন- খোরশেদ আলম ও মানিক।
শনিবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। এ সময় তাদের হেফাজত থেকে ৮৮০০ পিস ইয়াবা আটক করা হয়।
ডিবির লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শামসুল আরেফিন বলেন, শনিবার গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ভাটারা থানাধীন এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। সংবাদের সত্যতা যাচাই করে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ খোরশেদ ও মানিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
তাদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।
এআর/ওএফ