ছাত্র ফেডারেশনের মহানগর সভাপতি রুপক, সম্পাদক মেহেদী

অনুপম রায় রুপককে সভাপতি ও হাসান আল মেহেদীকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক মান্নান মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার ১৫তম সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফের সভাপতিত্বে এবং অনুপম রায় রুপকের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ইখতিয়ার উদ্দীন বিপা, সাবেক সহ-সভাপতি লুৎফুন নাহার সুমনা।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাংগঠনিক রিপোর্টের ওপর আলোচনা এবং কমিটি গঠন করা হয়। ১৫তম সম্মেলনে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। একটি পদ ফাঁকা রাখা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফকির মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক জোহান শরীফ, সাংগঠনিক সম্পাদক আল আমিন রহমান ও তুহিন ফরাজী, অর্থ সম্পাদক রাবেয়া রফিক রিমি, দফতর ও পাঠাগারবিষয়ক সম্পাদক নুরাত হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবেন বম, রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক ইয়াসিন মোহাম্মদ প্রয়াস, স্কুলবিষয়ক সম্পাদক ফারিহা রহমান বৃষ্টি, সমাজকল্যাণ সম্পাদক মো. শাকিল হোসেন, ক্রীড়া সম্পাদক জহির রায়হান, সদস্য মোহাম্মদ সৌরভ, এম এইচ হৃদয়, রিপন মোহাম্মদ রনি, রাজা মোহাম্মদ জুয়েল ও সৈকত আরিফ।
এএইচআর/আরএইচ