সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবি

নিত্যপণ্যের দাম কমানোসহ গ্রামে ও শহরে সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন। সোমবার (২৮ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনের নেতাকর্মীরা ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালে কাজ হারিয়ে লাখ লাখ মানুষ বেকার ও কর্মহীন হয়েছে। এরমধ্যেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে যাওয়ায় পুড়ে যাচ্ছে মানুষের স্বপ্ন। তাই বিপদ থেকে মানুষের উত্তরণ দুঃসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় সব পণ্যের দাম কমানোসহ গ্রামে ও শহরে মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় আনতে হবে।
তারা বলেন, কিছুদিন ধরে নিত্যপণ্যের বাজারে পাগলা ঘোড়া দৌড়াচ্ছে। পরিবার-পরিজন নিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর নাভিশ্বাস উঠেছে। এর ওপর করোনা সংকটে সরকারের ব্যর্থতায় মানুষ এখন কেবল উপরওয়ালার ওপর ভরসা করে সর্বোচ্চ স্বাস্থ্যঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে। রমজান শুরু হচ্ছে। এ সময় টিসিবির পণ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করে মুনাফালোভী সিন্ডিকেট রোধ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার। এ সময় সংগঠনের মহাসচিব মো. তোজাম্মেল হকসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএইচএন/আরএইচ