২৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২৩, ০৬:৩৭ পিএম


২৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ

আগামী ২৫ জানুয়ারি (বুধবার) রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

সংগঠনের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, সমাবেশটি বঙ্গবন্ধু ২৩ এভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত থাকবেন। 

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে আগামী ২৫ জানুয়ারি দেশব্যাপী সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। 

গত সোমবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন। সেই কর্মসূচির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করছে বলে দলীয় সূত্রে জানা গেছে। 

এমএসআই/জেডএস

Link copied