খেলাফত মজলিস নেতা শারাফত হোসাইন গ্রেফতার

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শারাফত হোসাইনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।
বুধবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর মিরপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে গুলশান গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম ঢাকা পোস্টকে বলেন, ২০১৩ সালে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আগামীকাল (বৃহস্পতিবার) তাকে আদালতে সোপর্দ করা হবে। গ্রেফতার মুফতি শারাফত হোসাইন মামুনুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।
এর আগে বুধবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আল্লামা খুরশিদ আলম কাসেমীকে গ্রেফতার করে ওয়ারী গোয়েন্দা পুলিশ।
ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম ঢাকা পোস্টকে বলেন, ২০১৩ সালে দায়ের করা তাকে গ্রেফতার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আগামীকাল (বৃহস্পতিবার, ২২ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে গতকাল (মঙ্গলবার) ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সহসভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করে পুলিশ।
জেইউ/এসকেডি