ছাত্রদল-ছাত্রশিবিরের ইন্ধনে ৬ জন নিহত হয়েছে : শাজাহান খান

গতকাল শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনে ছাত্রদল-ছাত্রশিবিরের ইন্ধনে ৬ জন নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।
বুধবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননার বক্তব্যের’ প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
শাজাহান খান বলেন, গত দুইদিন ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের নাশকতা, নৈরাজ্য ও অরাজকতা দেখেছি। তারা বিভিন্ন ছাত্রাবাসে হামলা করেছে, অনেক কক্ষ ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, শিক্ষক-শিক্ষার্থীদের পিটিয়ে আহত করেছে, নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। গতকাল শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের ছাত্রদল-ছাত্রশিবিরের ইন্ধনে ৬ জন নিহত হয়েছে। যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। তারা শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস আন্দোলনে পরিণত করেছে। আমরা মনে করি, কোমলমতি ছাত্রদের কাঁধে ভর দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক কুচক্রী মহল সক্রিয় হয়ে উঠেছে।
আরও পড়ুন
তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে অগ্রসরমান বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতাকে ব্যাহত করাসহ সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। স্বাধীনতা বিরোধীদের নানা অপকৌশলের অমানবিক কার্যক্রমকে আমরা শ্রমিক-কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে প্রতিহত করেছি। ২০১৩-১৪-১৫ সালে যারা বোমা হামলায় মানুষ পুড়িয়ে এবং কুপিয়ে মানুষ হত্যা করেছে তারা আবার পুনরায় মাথা ছাড়া দিয়ে উঠেছে।
শাজাহান খান বলেন, মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের কোনো অপমান কোন বাঙালি জাতি সহ্য করবে না। বাঙালি জাতি বাংলাদেশের স্বাধীনতার পরাজিত অপশক্তির কোনো প্রকার অপতৎপরতা ও আস্ফালন মেনে নেবে না। একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার চেতনার একজন মানুষও বেঁচে থাকতে শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতার পরাজিত অপশক্তির অপতৎপরতা প্রতিহত করব ইনশাআল্লাহ।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা আমাদের প্রিয় কোমলমতি ছাত্র-ছাত্রীদের দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রেখে ঘরে ফেরার আহ্বান জানাচ্ছি। তাদের মনে রাখতে হবে একটি বিশেষ মহল আন্দোলনের উপর ভর করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। তাদের অসৎ উদ্দেশ্য যেন সফল না হয়।
এসএইচআর/এসকেডি