দীর্ঘসূত্রতা-বিচারহীনতার কারণেই ধর্ষণের পুনরাবৃত্তি

মাগুরায় শিশু ধর্ষণসহ সম্প্রতি ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, ধর্ষণ সবচেয়ে নিকৃষ্ট অপরাধ। আর শিশু ধর্ষণের মতো ভয়ংকর অপরাধ আর কিছু হতে পারে না। দীর্ঘসূত্রতা ও বিচারহীনতার কারণেই এ ধরনের নির্মম ধর্ষণের পুনরাবৃত্তি হচ্ছে। এর দায় রাষ্ট্রকে নিতে হবে।
রোববার (৯ মার্চ) এক বিবৃতিতে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, বাংলাদেশে মাঝে মধ্যেই ধর্ষণ ও শিশু ধর্ষণের ঘটনা ঘটে। আলোড়ন তৈরি হয়, বিক্ষোভ হয়। কিন্তু বিচার হয় না; বিচার হলেও তা এত পরে যে মানুষ ভুলে যায়। এই দীর্ঘসূত্রতা ও বিচারহীনতার কারণেই এ ধরনের নির্মম ধর্ষণের পুনরাবৃত্তি হচ্ছে। এর দায় রাষ্ট্রকে নিতে হবে।
আরও পড়ুন
ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, যে অপরাধ যত নৃশংসতার শাস্তি তত দ্রুত ও দৃষ্টান্তমূলক হওয়া উচিত। শিশু ধর্ষকের শাস্তি দ্রুত ও প্রকাশ্যে হলে এ ধরনের অপরাধ বন্ধ হয়ে যেত। কিন্তু আইনের দীর্ঘসূত্রতার কারণে মাগুরায় আরও একটা শিশুকে পাশবিক নির্যাতনের শিকার হতে হলো।
তিনি বলেন, অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং একইসঙ্গে ধর্ষকের বিচারে আইন সংশোধন করতে হবে যাতে করে ঘটনার সাত দিনের মধ্যে ধর্ষককে প্রকাশ্যে কঠোরতম শাস্তির আওতায় আনা যায়। এ ধরনের আইন তৈরির ব্যর্থতার সুযোগে আবার কোনো ধর্ষণের ঘটনা ঘটলে রাষ্ট্রকে জবাবদিহি করতে হবে।
জেইউ/এসএসএইচ