যখন প্রবাসীদের ভোটের প্রশ্ন আসে, তখন মুখে কুলুপ কেন? জানতে চান সারজিস

২০২৬ সালের নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। যখন প্রবাসীদের ভোটাধিকারের প্রশ্ন আসে, তখন মুখে কুলুপ কেন বলেও প্রশ্ন রেখেছেন তিনি।
সোমবার (১৬ জুন) বিকেলে ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
পোস্টে তিনি লেখেন, অভ্যুত্থানের সময় তারা রেমিটেন্স শাটডাউন দিয়ে অভ্যুত্থানকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। দেশের অর্থনীতির ভিত্তি দাঁড়িয়ে আছে যে দুইটি পিলারের ওপর তার মধ্যে অন্যতম একটি হচ্ছে প্রবাসীর ভাইদের পাঠানো রেমিটেন্স। আর যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার— ভোটাধিকারের প্রশ্ন আসে, তখন মুখে কুলুপ কেন?
তিনি আরও লেখেন, কোন প্রক্রিয়ায় সবচেয়ে সহজে, স্বচ্ছভাবে এই ভোটাধিকার নিশ্চিত করা যায় সেটা নির্বাচন কমিশন ঠিক করুক। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।
এমএসআই/এমজে