উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এবি পার্টির শোক, জরুরি পদক্ষেপের আহ্বান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।
বিমান বিধ্বস্তের খবরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ উদ্ধারকাজে সরকারকে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা দলের নেতাদের রক্তদানসহ চিকিৎসার সার্বিক সহোযোগিতার নির্দেশ দেন।
এক যৌথ বিবৃতিতে নেতারা বলেন, এর আগেও বিমান বাহিনীর বেশকিছু প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষক ও প্রশিক্ষণরত কর্মকর্তাদের অনেকে নিহত হয়েছেন। এগুলো দেশের জন্য খুবই দুঃখজনক ঘটনা। এ বিষয়ে বিমান বাহিনীর উচিত সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
জেইউ/এআইএস