রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন

চট্টগ্রামের রাউজানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একাধিক মোটরসাইকেলে আগুন ও একটি জিপগাড়ি ভাঙচুর করা হয়।
আজ (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে এই সংঘর্ষ হয়। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবরে শ্রদ্ধা নিবেদন করার জন্য নেতাকর্মীদের নিয়ে যাচ্ছিলেন গোলাম আকবর খোন্দকার। ওই সময় গিয়াস কাদের চৌধুরীর অনুসারীদের মোটরসাইকেল শোভাযাত্রা মুখোমুখি হন তারা। এ সময় দুপক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং একটি জিপগাড়ি ভাঙচুর করা হয়।
সংঘর্ষের বিষয়ে জানতে গোলাম আকবর খোন্দকারের মুঠোফোনে কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।
আরও পড়ুন
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু ঢাকা পোস্টকে বলেন, ‘রাউজানে দুপক্ষের মারামারির ঘটনা ঘটেছে। সেখানে একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা তাদের নিভৃত করার চেষ্টা করেছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।’
আরএমএন/এনএফ