বিএনপির দুপক্ষের সংঘর্ষ, চট্টগ্রাম উত্তর জেলা কমিটি বিলুপ্ত

দুই পক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করা হয়।
বিএনপির কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম জানান, ‘উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।’
এদিকে দুপক্ষের মারামারির ঘটনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও উত্তর জেলার সভাপতি গোলাম আকবর খোন্দকারসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। এ ঘটনায় খোন্দকারের গাড়ি ভাঙচুর করা হয় এবং একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
এদিন বিকেলে রাউজান পৌরসভা সদরের সুলতানপুরে গোলাম আকবর খোন্দকার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও রাউজান উপজেলার সাবেক সভাপতি প্রয়াত মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতের জন্য নেতাকর্মীদের নিয়ে যাচ্ছিলেন। একই সময়ে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা পৌর সদরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। পৌরসভার ছত্তারহাট এলাকায় উভয় গ্রুপ মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়।
গোলাম আকবর খোন্দকার বলেন, আমাদের ওপর হামলা হতে পারে এই সংবাদ আগে থেকে পেয়েছিলাম। সেটি পুলিশকে জানানোর পর তারা বলল, কোনো অসুবিধা হবে না। যথারীতি যাওয়ার পথে ৫০ থেকে ৬০ জন লোক ইটপাটকেল ছুঁড়ে হামলা করে।
তিনি বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে তার ওপর হামলার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২০ জুলাই গোলাম আকবর খোন্দকারকে আহ্বায়ক করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ৪৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
আরএমএন/এমজে