রেজা কিবরিয়ার যোগদান, চুপ বিএনপি!

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে আগ্রহের কথা জানিয়েছেন।
বিভিন্ন গণমাধ্যমে রেজা কিবরিয়ার বরাতে এ তথ্য জানা যায়।
তবে এ বিষয়ে জানতে রেজা কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কিন্তু বিএনপির একটি সূত্র বলছেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়নি যে– রেজা কিবরিয়া দলে যোগ দিয়েছে। এখন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত খবরে রেজা কিবরিয়া নিজেই বিএনপিতে যোগ দেওয়ার কথা বলছেন।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র বলছে, এখনও আনুষ্ঠানিকভাবে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দেননি। সুতরাং তাই আমাদের পক্ষ থেকে এই বিষয়ে কিছু বলার নেই।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে বলেন, রেজা কিবরিয়ার বিএনপির যোগ দেওয়ার খবর গণমাধ্যমে দেখেছি। কিন্তু তিনি কোথায়, কখন দলে যোগ দিয়েছেন, তা আমি জানি না।
বিএনপিতে যোগ দিলে তাকে হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপি মনোনয়ন দেবে কিনা জানতে চাইলে সূত্রটি বলেন, তিনি তো এখন আলোচনার বাইরে। তারপর দলে যোগ দিলে তখন পার্টি সিদ্ধান্ত নেবে তাকে মননোনয় দেবে কি না।
উল্লেখ্য, বিগত ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন।
আগামী এয়োদশ সংসদ নির্বাচনের জন্য ২৩৬ আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সেখানে হবিগঞ্জ-১ আসনে এখন পর্যন্ত কোনো প্রার্থী দেয়নি দলটি।
২০১৮ সালের পরে রেজা কিবরিয়াকে গণফোরামের সাধারণ সম্পাদক করাকে কেন্দ্র করে দলটি ২ ভাগে বিভক্ত হয়ে যায়। এক পর্যায়ে গণফোরাম ছেড়ে যেতে বাধ্য হন রেজা কিবরিয়া। এরপর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে মিলে গণঅধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু সেখানেও নুরুল হক নুরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গণঅধিকার পরিষদকে দুইভাগে বিভক্ত করেন। তার একটি অংশের নেতৃত্বে ছিলেন রেজা কিবরিয়া।
এএইচআর/বিআরইউ