বিকেলে নির্বাচন কমিশনে যাচ্ছে জামায়াতের তিন সদস্যের প্রতিনিধি দল

নির্বাচন কমিশনে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে প্রতিনিধিদলটি নির্বাচন কমিশনে যাচ্ছে।
দলের অপর দুই সদস্য হলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনে বেশ কিছু দাওয়া উত্থাপন করা হবে বলে জানা গেছে।
জেইউ/জেডএস