যুবাইর আহমদ আশরাফ আর নেই

লেখক, গবেষক, মুহাদ্দিস এবং আজিমপুর ফয়জুল উলুম মাদ্রাসার হাদিসের শিক্ষক মাওলানা যুবাইর আহমদ আশরাফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় তার ভাগিনা ইফতেখার জামিল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমার মামা মাওলানা যুবাইর আহমদ আশরাফ বিকেলে বাসায় স্ট্রোক করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আল্লাহ তাকে মাগফেরাত দান করুন এবং পরিবারকে রহমত দান করুন।
মাওলানা যুবাইর আহমদ আশরাফ জন্মগ্রহণ করেন ১৯৭০ সালে। তার বাবা শাইখুল হাদিস মাওলানা আশরাফ উদ্দীন আহমদ (রহ.) ছিলেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর ছাত্র।
তিনি মুহাদ্দিস আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ (রহ.)-এর সান্নিধ্যে শিক্ষা গ্রহণ করেন। ১৯৯১-৯২ সালে তিনি দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।
কর্মজীবনের শুরু থেকেই তিনি হাদিসের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভাষাবিজ্ঞানী ড. কাজী দীন মুহম্মদের অধীনে বাংলা ভাষা ও সাহিত্য অধ্যয়ন করেন। তার পাঠ ও গবেষণাকর্মের মূল্যায়ন করেছিলেন কাজী দীন মুহম্মদ (রহ.)।
এমএইচএন/এসএসএইচ