অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি, উদ্বেগ প্রকাশ স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকারের

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে অবৈধ অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকার।
তিনি বলেন, অবৈধ অস্ত্র ও পেশিশক্তির প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা না গেলে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ফুটবল প্রতীক বরাদ্দ পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই স্বতন্ত্র প্রার্থী।
জাতীয় নির্বাচনকে ঘিরে উৎসবমুখর ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিএনপির প্রভাবশালী নেতা ইসহাক সরকার বলেন, নির্বাচনে এখনো বিশেষ প্রভাব রয়েছে। অবৈধ অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার হয়নি। আমরা যারা এবার প্রার্থী হয়েছি, বিশেষ করে আমি ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চাই– এই নির্বাচনটা যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। যে নির্বাচনের জন্য এ দেশের জনগণ রক্ত দিয়েছে, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে।
তিনি বলেন, কালো টাকার প্রভাব, পেশিশক্তি ও অবৈধ অস্ত্রের ভয়মুক্ত হয়ে মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের ওপর হামলার প্রসঙ্গ টেনে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, কিছুদিন আগে আপনারা দেখেছেন, হাদির ওপর হামলা হয়েছে, এমনকি হত্যাকাণ্ডও ঘটেছে। আমরা এ ধরনের ঘটনা আর দেখতে চাই না। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সাধারণ মানুষ ভোট দিতে কেন্দ্রে আসবে কীভাবে?
ইসহাক সরকার বলেন, প্রার্থীদের নিরাপত্তার পাশাপাশি সাধারণ ভোটারদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে, যাতে তারা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা দেখছি অনেকেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তবে এ বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা পাইনি। যেহেতু আজই আমরা প্রতীক পেয়েছি, আজ থেকেই মাঠে নামার চেষ্টা করব। ইনশাআল্লাহ, আগামীকাল থেকে পুরোদমে প্রচারণা শুরু করব।
এই স্বতন্ত্র প্রার্থী বলেন, যদি কোনো ধরনের বাধা-বিপত্তি সৃষ্টি হয়, তাহলে আমরা অবশ্যই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব।
নিজের ওপর কোনো ব্যক্তিগত বাধা বা অভিযোগ আছে কি না– এমন প্রশ্নের জবাবে ইসহাক সরকার বলেন, বাধা কিছুটা থাকবে, এটা স্বাভাবিক। তবে সেসব উপেক্ষা করেই আমরা রাজপথে আছি, ভোটের লড়াইয়ে আছি। এখন পর্যন্ত আমার ওপর কোনো বড় ধরনের বাধা আসেনি। সামনের দিনগুলোতে কী হয়, সেটাই দেখার বিষয়।
এমএমএইচ/এসএসএইচ