প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে এক সপ্তাহ সময় বৃদ্ধির দাবি জামায়াতের

যথাযথভাবে ভোটাধিকার প্রয়োগে প্রবাসী বাংলাদেশিদের জন্য অন্তত আরও এক সপ্তাহ সময় বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটি বলছে, এখনো অনেক প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পৌঁছেনি। আবার প্রবাসীদের দেওয়া কিউআর কোড অ্যাকটিভ হচ্ছে বাংলাদেশ সময় রাত ১২টায়। এই অর্থে সেখানে গিয়ে আমেরিকা, ইংল্যান্ডসহ পাশ্চাত্যের দেশগুলোতে হবে পরের দিন। মধ্যপ্রাচ্যে হবে মাঝরাতে গিয়ে। সময় থাকে তাদের জন্য ২২ তারিখ। ২৩ ও ২৪ দু’দিন শুক্র এবং শনিবার। এই দুইদিন মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে সরকারিভাবে বন্ধ থাকে। আর শনি ও রোববার অর্থাৎ ২৪ ও ২৫ তারিখ পাশ্চাত্যের সবগুলো দেশে বন্ধ থাকে।
এই অল্প সময়ে প্রবাসীরা কীভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন– এমন প্রশ্ন তুলে অন্তত আরও এক সপ্তাহ সময় বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিং থেকে এ দাবি করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, আগামী ২৫ জানুয়ারি প্রবাসীদের ভোটের জন্য সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের প্রবাসীরা এ বছরই প্রথম এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা ২০২৪ এর অক্টোবরে যখন প্রথম রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছিলাম। জামায়াতে ইসলামীর আমির উপস্থাপন করেছিলেন। তখন আমরা প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে যে কয়েকটি দাবি অন্যতম গুরুত্বপূর্ণ ছিল তার মধ্যে এটি একটি ছিল। এই ধারাবাহিকতায় আমাদের প্রবাসীরা ভোটাধিকার দেওয়ার সুযোগ পেয়েছেন। তাদের ভোটার রেজিস্ট্রেশন হয়েছে। যারা ভোটার তারা ভোট দেবেন।
জুবায়ের বলেন, কিন্তু আমরা খুব আশ্চর্য লক্ষ্য করলাম যে আগামী ২৫ তারিখ বলা হয়েছে যে তাদের ভোট দেওয়ার সর্বশেষ তারিখ। ২০ তারিখ প্রার্থিতা প্রত্যাহার হয়েছে এবং ২১ তারিখ প্রার্থীরা তাদের প্রতীক পেয়েছেন। বাংলাদেশে ২১ তারিখ প্রতীক পেলেও যে কিউআর কোড যেটা দেওয়া হয়েছে আপনারা জানেন যে প্রক্রিয়ায় সেখানে তারা দুটো ভোট দেবেন, একটা হচ্ছে গণভোট, আরেকটা হচ্ছে সংশ্লিষ্ট প্রার্থীকে তারা ভোট দেবেন।
তিনি বলেন, এই কিউআর কোডটা কিন্তু অ্যাকটিভ হচ্ছে বাংলাদেশ সময় রাত ১২টায়। এই অর্থে সেখানে গিয়ে আমেরিকা, ইংল্যান্ডসহ পাশ্চাত্যের দেশগুলোতে হবে পরের দিন। মধ্যপ্রাচ্যে হবে মাঝরাতে গিয়ে। খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে যে এরপর সময় থাকে তাদের জন্য ২২ জানুয়ারি। ২৩ ও ২৪ দুইদিন হচ্ছে শুক্র এবং শনিবার। অর্থাৎ আজ এবং আগামীকাল শুক্র, শনিবার। এই দু’দিন মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে সরকারিভাবে বন্ধ থাকে। আর শনি ও রোববার অর্থাৎ ২৪ ও ২৫ তারিখ পাশ্চাত্যের সবগুলো দেশে বন্ধ থাকে।
জামায়াতের এ নেতা বলেন, এই ভোটাধিকার প্রয়োগ করে তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে পাঠাবেন। সরকারি বন্ধ থাকায় মধ্যপ্রাচ্য এবং দূরপ্রাচ্যের সবগুলো দেশে সরকারি বন্ধ থাকার কারণে পোস্ট অফিস ভোটাররা ইউজ করতে পারবেন না।
জুবায়ের বলেন, আমাদের কমিউনিটি নেতৃবৃন্দ বিভিন্ন দেশে যারা আছেন বাংলাদেশে যারা আছেন তারা খুব উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ করেছেন। একইসঙ্গে তারা বলেছেন অনেক জায়গাতে এখনো পোস্টাল ভোটটা এসে তাদের হাতে পৌঁছেনি। যেখানে পোস্টাল পৌঁছেনি, এর সাথে আবার আরেকটি সমস্যা আছে যেটা বললাম যে এই ২৩, ২৪ ও ২৫ তারিখ তিন দিন বন্ধ। এজন্য আমাদের ভাইয়েরা বিভিন্ন দেশে থাকা প্রবাসী ভাইয়েরা সেখানকার নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, ই-মেইল দিয়েছেন বাংলাদেশ অ্যাম্বাসিগুলোতে। আমাদের পক্ষ থেকে আমরা কথা বলেছি। আজ জামায়াত আমির এ কথাগুলো বলেছেন সকালে।
তিনি বলেন, প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। তাদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া উচিত। এক্ষেত্রে কোনো ধরনের কোনো দুর্বলতা যাতে নির্বাচন কমিশনে না থাকে সে সমস্ত বিষয়ে জামায়াত আমির দৃষ্টি আকর্ষণ করেছেন।
জামায়াতের এ নেতা বলেন, আমরা আপনাদের মাধ্যমে আবার বলতে চাচ্ছি নির্বাচন কমিশনকে যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া উচিত। যে আমাদের প্রবাসীরা দীর্ঘদিন থেকে উন্মুখ হয়ে বসে আছেন। তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। কিন্তু এই পরিস্থিতিতেও অনেকের কাছে ব্যালট পেপার পৌঁছেনি। আর যাদের হাতে পৌঁছেছে তাদের দেওয়ার জন্য অত্যন্ত কম সময় তারা পাচ্ছেন। ২৩, ২৪, ২৫ এই তিন দিন বন্ধ হওয়ার কারণে মধ্যপ্রাচ্য এবং দূরপ্রাচ্য সব জায়গাতে সমস্যা হবে।
নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ জুবায়ের বলেন, এ বিষয়ে তাদের (নির্বাচন কমিশন) চিন্তা করা উচিত। আমরা মনে করি, তাদের আরেকটু সময় বাড়ানো উচিত। কমপক্ষে এক সপ্তাহ সময় বাড়ালে আমাদের প্রবাসী ভাই-বোনেরা তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপগুলো নিতে পারবেন। যাদের পোস্টাল ব্যালট পৌঁছে নাই সে পোস্টাল ব্যালট পৌঁছে যাবে। যেহেতু পোস্ট অফিস বন্ধ থাকবে ২৩, ২৪, ২৫ তিন দিন দুনিয়ার বিভিন্ন জায়গাতে। এজন্য পোস্টাল ব্যালট পৌঁছাতে দেরি হবে। এজন্য কমপক্ষে আরও এক সপ্তাহ যাতে তারা সময় বৃদ্ধি করেন তাদের ভোটাধিকার দেওয়ার জন্যে, বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি। তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের জামায়াত মনোনীত এবং ১০ দল সমর্থিত সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় অফিস সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুল সাত্তার এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় মিডিয়া টিমের সদস্য জাহিদুর রহমান।
জেইউ/এসএসএইচ