শাহবাগে মাদুর পেতে এনসিপির নির্বাচনী ‘থিম সং’ উদ্বোধন

ফাইভ স্টার হোটেলের চাকচিক্য নেই, ছিল না কোনো তারকার সমাগম। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় সাধারণ মাদুর পেতে এক ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনী ‘থিম সং’ উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শাহবাগের শহীদ হাদি চত্বরে দলটির এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
থিম সংটির উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনী বক্তব্যে তিনি রাজপথের লড়াই থেকে উঠে আসার স্মৃতি স্মরণ করে বলেন, ‘আমরা থিম সং লঞ্চ করতে চেয়েছি রাজপথ থেকে, যেখান থেকে আমাদের জন্ম হয়েছে। আমরা খুব ফ্যান্সিভাবে ফাইভ স্টার হোটেল ভাড়া করে সেলিব্রেটিদের এনে করতে পারিনি। আমরা মনে করছি এখানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন আছেন, আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন আছেন এবং আমরা তাদের রিপ্রেজেন্ট করি।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা তাদের সঙ্গে নিয়েই আমাদের থিম সংটি লঞ্চ করতে চেয়েছি। এমন কোনো জায়গায় লঞ্চ করতে চাইনি, যেখানে তাদের অনুপ্রবেশের অধিকার নেই। আপনারা দেখেছেন যে গণভোটের থিম সংটা লঞ্চ হয়েছে, এটার সঙ্গে আপনারা সবাই কমবেশি পরিচিত।’
আসিফ মাহমুদ জানান, এই থিম সং-এর মাধ্যমে দলের মূল দর্শন এবং নির্বাচনে তাদের প্রস্তাবিত ধারণাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। একই সঙ্গে দলের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’কে সাধারণ মানুষের কাছে পরিচিত করানোও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএআর/বিআরইউ