একটি কুচক্রী মহল নির্বাচনকে ভণ্ডুল করতে চায় : রবিউল আলম

নির্বাচনের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত বড় কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা-১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম। তিনি বলেন, সব রাজনৈতিক দলের প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশন অত্যন্ত আন্তরিক। তবে একটি কুচক্রী মহল নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা চালাচ্ছে।
শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা-১০ আসনে গণসংযোগকালে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে একটি ভালো নির্বাচন হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ রবিউল আলম। তিনি বলেন, এলাকার বিভিন্ন সমস্যা তিনি চিহ্নিত করেছেন এবং সমাধানের পথও তার জানা আছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি যদি জনপ্রতিনিধি হিসেবে জয়ী হন, তবে অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যার সমাধান করবেন বলে ভোটারদের আশ্বাস দেন।
বিএনপির এই প্রার্থী দাবি করেন, তাকে ও তার দলকে বিজয়ী করার দায়িত্ব এলাকার জনগণ নিজেরাই নিয়েছে। রবিউল আলম বলেন, ‘জনগণ রাষ্ট্রের গুণগত পরিবর্তন চায়। এ পরিবর্তনের জন্য বিএনপি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছে এবং রাষ্ট্র ও জনগণের প্রয়োজনে সব সময় সজাগ থেকে ঝুঁকি নিয়েছে। সে কারণেই দেশের জনগণ মনে করে, বিএনপিকে বিজয়ী করে দায়িত্ব দেওয়া এখন তাদের কর্তব্য।’
নির্বাচনী প্রচারের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ঢাকা-১০ আসনের ভোটাররা নিজ উদ্যোগে প্রচার-প্রচারণা চালাচ্ছেন এবং জনসংযোগে অংশ নিচ্ছেন। জনগণ মনে করছে, তিনি তাদের যোগ্য জনপ্রতিনিধি হবেন এবং ভোটের মাধ্যমে সেই দায়িত্ব অর্পণ করবেন।
শেখ রবিউল আলম রবি বলেন, প্রথম থেকেই তিনি বলে আসছেন– এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু সরকার ও জনপ্রতিনিধি গঠনের নির্বাচন নয়; আগামীর বাংলাদেশ জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করবে কি না এবং জনগণের মতামতে চলবে কি না, সেই সিদ্ধান্তও এই নির্বাচনের মাধ্যমে হবে। এ লক্ষ্য অর্জনে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়া জরুরি। জনগণ যা চাইছে, তা প্রতিষ্ঠা করার ব্যাপারে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।
এএএম/বিআরইউ