ঢাকা-৯ কে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়ে তোলা হবে : হাবিব

ঢাকা-৯ নির্বাচনী এলাকাকে প্রতিহিংসামুক্ত করে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, ‘বিএনপির মূল লক্ষ্য প্রতিহিংসা নয়, বরং নাগরিক অধিকার ও মৌলিক সুবিধা নিশ্চিত করা। দীর্ঘ ৩৮ বছর এই এলাকার রাজনীতির সঙ্গে যুক্ত থেকে আমি মানুষের সংকটগুলো দেখেছি। তারেক রহমানের নেতৃত্বে এই এলাকাকে নতুনভাবে গড়ে তুলতেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি।’
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মান্ডা ট্রাক স্ট্যান্ড এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
হাবিবুর রশিদ হাবিব তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা স্মরণ করেন এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত সহযোদ্ধা এবং শহীদ শরিফ উসমান হাদির হত্যার বিচার দাবি করেন।
ঢাকা-৯ এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার কথা তুলে ধরে হাবিব বলেন, ‘এই এলাকা পানি, গ্যাস, জলাবদ্ধতা, শিক্ষা ও চিকিৎসাসেবাসহ নানামুখী সংকটে ভুগছে। মা-বোনদের রাত জেগে রান্না করতে হয়, ভালো স্কুল বা খেলার মাঠ নেই। আমরা ক্ষমতায় এলে ৩১ দফার ভিত্তিতে এই এলাকাকে একটি মানবিক ও আধুনিক ঢাকা হিসেবে গড়ে তুলব।’
তিনি আরও বলেন, শুধু ভোটের সময় যারা এলাকায় আসে, মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। বিএনপি রাজপথে থেকে মানুষের অধিকারের জন্য লড়াই করেছে। এই লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ তিনি সবার কাছে একটি করে ভোট প্রত্যাশা করেন।
দলের নেতা-কর্মীদের সতর্ক করে হাবিব বলেন, ‘আগামী দিনে এলাকায় কোনো প্রতিহিংসার রাজনীতি চলবে না। দলের কোনো নেতা-কর্মী চাঁদাবাজি বা সন্ত্রাসে জড়িত হলে কেবল সাংগঠনিক ব্যবস্থাই নয়, তাদের আইনের হাতে তুলে দেওয়া হবে।’
হাবিবুর রশিদ হাবিব ইনশাআল্লাহ আগামী দিনে ঢাকা-৯ এলাকাকে একটি নিরাপদ, সম্প্রীতির ও গণতান্ত্রিক এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এএএম/বিআরইউ