চট্টগ্রামে সাবেক ছাত্রদল নেতা সাইফুলের মুক্তির দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের মুক্তির দাবিতে নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) নগরের পলিটেকনিক মোড় এলাকায় এই কর্মসূচি পালন করেন কয়েক শ নেতা-কর্মী। মিছিলটি নগরের রুবি গেট, টেক্সটাইল, বায়েজিদ ও মেয়র গলি হয়ে দুই নম্বর গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীনের নেতৃত্বে মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘ভোট দিব কিসে, ধানের শীষে’, ‘সাঈদ আল নোমান সবার সেরা’ এবং সাইফুলের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা মো. মাসুদ, স্বেচ্ছাসেবক দল নেতা মাহিদুল ইসলাম মাহিদ ও ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল হামজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আলতাফ হোসেন।
সমাবেশে ছাত্রদল নেতা মো. শাহীন বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সাইফুল ইসলাম আজও কারাবন্দী। নির্বাচনে দলের জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল। সাইফুলের কর্মীরা ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন।’ তিনি আরও যোগ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম-১০ আসনে ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমানের বিজয়ে ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
গত ১২ জানুয়ারি রাজধানীর গুলশান এলাকা থেকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সাইফুলকে গ্রেপ্তার করে। পরে চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, ২০২১ সালের ১৬ জুন বায়েজিদ বোস্তামী থানার পুলিশের হাতে সাইফুল ইসলাম আটক হন। পরবর্তীতে ‘বন্ধুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হওয়ার দাবি করে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। ওই ঘটনায় সাইফুলের একটি পা কেটে ফেলতে হয়। এ ঘটনায় ২০২২ সালের ৪ সেপ্টেম্বর তার মা ছেনোয়ারা বেগম বাদী হয়ে আদালতে একটি নালিশি মামলা করেন।
মামলায় তৎকালীন ওসি কামারুজ্জামানসহ কয়েকজনকে বিবাদী করা হলেও তদন্ত শেষে নগর পুলিশের পক্ষ থেকে ঘটনার সত্যতা পাওয়া যায়নি মর্মে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল।
এমআর/বিআরইউ