মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে জামায়াত

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ আজ এক গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ, দুর্নীতি, দুঃশাসন ও অবিচারের কারণে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে। এই সংকট থেকে উত্তরণে ইসলাম ও দেশপ্রেমিক শক্তির নেতৃত্বে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
শনিবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দলটির আমির ডা. শফিকুর রহমানের জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতে জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আগামী ২ ফেব্রুয়ারির জনসভা নতুন বাংলাদেশ গঠনের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, এই জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের পক্ষে গণজাগরণ সৃষ্টির একটি বড় সুযোগ। তিনি চট্টগ্রামবাসীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান—দল-মত নির্বিশেষে সবাই যেন এই জনসভা সফল করেন এবং নতুন বাংলাদেশ গঠনের পক্ষে জনমত গড়ে তোলেন।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে দেশ গঠনের দায়িত্ব নিতে হবে। নৈতিকতা, সততা ও দেশপ্রেমের ভিত্তিতে নেতৃত্ব তৈরি করাই জামায়াতের লক্ষ্য। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ইনশাআল্লাহ একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার সফরে পাঁচটি জনসভায় ভাষণ দেবেন। জনসভাগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজারের মহেশখালী নতুন বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায়, বাহারছড়া গোলচত্বর মুক্তিযোদ্ধা মাঠে সকাল ১০টায়, লোহাগাড়ার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টায়, চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২টায় এবং চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকেল ৪টা ৪৫ মিনিটে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর আমির মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক মাওলানা খুরশিদ আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা জিয়াউল হোসাইন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মহানগর সভাপতি আবু মোজাফফর মো. আনাস, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন আলম, আমার বাংলাদেশ পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের মাহমুদ এবং বাংলাদেশ লেবার পার্টি চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আফসার উদ্দিন।
এমআর/জেডএস