যুক্তরাজ্য আ.লীগের উদ্যোগে ৭ই মার্চ পালিত

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় পূর্ব লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়াবিদ নইম উদ্দিন রিয়াজ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব জালাল উদ্দিন বলেন, এই ৭ই মার্চের ভাষণ বিশ্বের নির্যাতিত স্বাধীনতাকামী মানুষের মুক্তিসনদ। এ ভাষণ বাঙালি জাতিসত্তার আশার আলো। আমাদের মুক্তি সংগ্রামের, আমাদের বিজয় ও স্বাধীনতার দিক নির্দেশনা। বাংলাদেশ যত দিন রবে ততদিনই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী এ ভাষণ থাকবে।
প্রধান বক্তার বক্তব্যে নইম উদ্দিন রিয়াজ বলেন, আজকের এ ঐতিহাসিক দিনে আমাদের ঐক্য প্রয়োজন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রয়োজন দলীয় ঐক্য। জনমানুষের কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে। আমরা প্রবাসের লক্ষ-কোটি বাঙালির দাবিদাওয়া এবং তাদের ন্যায্য অধিকার নিয়ে কাজ করলেই তারেক রহমান ও জামাত বিএনপির কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।
তিনি বলেন, তারেক রহমান আর বিএনপিকে বাংলার জনতা প্রত্যাখ্যান করেছে। মানুষ এখন উন্নয়নের পক্ষে।
সভায় ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন মাশুক ইবনে আনিস, শাহ শামীম আহমেদ, রবীন পাল, সারব আলী, তারিফ আহমদ, সৈয়দ ছুরুক আলী, লুৎফুর রহমান সাহেদ, খসরুজ্জামান খসরু, আফসার খান সাদেক, সফিক আহমদ, ময়নুল হক, সৈয়দ আহসান, নিজাম উদ্দিন, আব্দুল কাদের চৌধুরী মুরাদ, ইউসুফ সেলিম, সৈয়দ সাদেক আহমদ, সেলিম আহমদ খান, জামাল খান, সায়েক আমদ, আরুক আহমদ চৌধুরী, আবদুর রহিম শামীম, শাহেদ আহমদ সাদ, শামীম আহমদ, নজমুল ইসলাম, মাহবুব আহমদ, চন্দন মিয়া, ইকবাল আহমদ, সাকিল আহমদ, শাহাদত হোসেন জয় প্রমুখ।
আইএসএইচ