মিশিগান আওয়ামী লীগের মহান স্বাধীনতা দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রের মিশিগান মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় রোববার (২৭ মার্চ) বিকেলে হ্যামট্রামিক শহরের রেশমী রেস্টুরেন্টে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল আহমদ বাচ্চু। সঞ্চালক ছিলেন সেক্রেটারি মোহাম্মদ মুতালিব মিয়া। এতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুস সামাদ আজাদ।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাদেল তার বক্তব্যে বলেন, জাতির পিতার আজীবন স্বপ্ন ছিল একটি সুখী ও সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশের। মুজিববর্ষের বজ্রকঠিন শপথ হোক উন্নত বাংলাদেশ গড়ার। স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে স্তব্ধ করে দিয়ে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ে মুক্তিযুদ্ধের অর্জনকে এগিয়ে নিয়ে যেতে হবে আগামী এক সুন্দর ভবিষ্যতের জন্য। যাতে আগামী প্রজন্ম মনের মাধুরী দিয়ে গাইতে পারে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।

ড. সিদ্দিকুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ভীক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও স্বাধীনতার ইতিহাস জানান দিতে হবে। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানকে সফল করায় মিশিগান মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হারুন আহমদ, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, মিশিগান মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আজাদ খান, আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজান মিয়া জসিম, মূদুল কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ মবশ্বির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আমিরুল রহমান খসরু, মানবাধিকার সম্পাদক মোহাম্মদ এনামুল হক, আওয়ামী লীগ নেতা শাহ সেবুল আহমদ, হারুন মিয়া, আফতাব হোসাইন, জাইক উদ্দিন, আফতাব আহমদ, আব্দুল মন্নান, জুবায়ের আহমদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মিশিগান স্টেট যুবলীগ সভাপতি মোহাম্মদ আজিজ সুমন, সাধারণ সম্পাদক শেখ বদরুদোজা জুনেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান চৌধুরী ইভান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইজাজুল হোসাইন, যুগ্ম সদস্য সচিব হামিদ খান, মোহাম্মদ এনামুল হক, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেন, আরিফ আরমান জিসান প্রমুখ।
এমএইচএস