পর্তুগালের স্বাধীনতা দিবস আজ

পর্তুগালের স্বাধীনতা দিবস আজ। ১৯৭৪ সালের এই দিনে স্বৈরশাসকের একনায়কতন্ত্রের অবসানের জন্য একটি সামরিক অভ্যুত্থান হয়। এই অভ্যুত্থানের মাধ্যমে ৪১ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে দেশটি থেকে।
এই দিনটিকে পর্তুগিজ ভাষায় দিয়া দো লিবারদাদ অর্থাৎ স্বাধীনতা দিবস এবং এই বিপ্লবটিকে দিয়া দো ক্রাবো বা কারনেশন বিপ্লবী হিসেবে অভিহিত করা হয়। কেননা অভ্যুত্থান সফল হবার পর সামরিক বাহিনী যখন রাইফেল উঁচিয়ে বিজয় উদযাপন করছিল তখন এক মহিলা তাদের রাইফেলের মাথায় কারনেশন ফুল গুঁজে দেয়। তারপর সকলে শান্তির প্রতীক হিসেবে রাইফেলের মাথায় কারনেশন ফুল গুঁজে উঁচিয়ে ধরেন। এ কারণেই এই দিনে সবাই ওই বিপ্লবের অংশগ্রহণকারী সকলের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য কারনেশন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। যা স্বাধীনতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
দিনটি উপলক্ষে পর্তুগিজ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার প্রধান বিরোধী দল এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথক বাণী দিয়েছে। একইসঙ্গে করোনা মহামারির জটিলতায় গত দুই বছর সীমিত পরিসরে রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন হলেও এবার স্বাভাবিক এরমতই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ভবনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হবে।
এছাড়া রাজধানীর লিসবন, পর্তোসহ দেশটির প্রধান প্রধান মিউনিসিপলিটিতে বিভিন্ন চিত্রকর্ম, রেলি, ম্যারাথন, বিনামূল্যে জাদুঘর পরিদর্শন, ইতিহাস ঐতিহ্য তুলে ধরাসহ নানা রকম আয়োজন করেছে।
আইএসএইচ