কুয়েতে বাংলাদেশ দূতাবাসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুয়েতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় মিসিলায় বাংলাদেশ দূতাবাসের মুজিব কর্নারে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বয়সভিত্তিক চারটি বিভাগে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু/শেখ রাসেল, উন্নত বাংলাদেশ ও উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কুয়েত প্রবাসী বাংলাদেশি ছেলে-মেয়েরা অংশগ্রহণ করে। বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মুর্শেদ, শ্রম কাউন্সির আবুল হোসেন, প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা ইকবাল আক্তারসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা। এছাড়াও শিশুদের অভিভাবক ও প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, যেসব প্রবাসী পরিবার নিয়ে বিদেশে থাকেন সেসব অভিভাবক তাদের সন্তানদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে ধারণ দেওয়ার প্রতি জোর দেন। জীবিকার টানে আমারা যেখানে যাই না কেন, দিন শেষে আমরা সবাই বাংলাদেশি।
এসএসএইচ