৭ মার্চ উপলক্ষে অটোয়ায় বিশেষ অনুষ্ঠান

কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে ৭ মার্চ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই অংশ ওই দিন সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ হাউজে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার ড. খলিলুর রহমান।
পরে বঙ্গবন্ধুসহ সব শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ১০টায় বাংলাদেশ হাইকমিশনের মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দিবসটি উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো ডকুমেন্টারি প্রদর্শন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ বিশেষ আলোচনা সভায় অতিথি হিসেবে যুক্ত ছিলেন অটোয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো নিপা ব্যানার্জী, বিশিষ্ট রাজনৈতিক ও কলামিস্ট প্রফেসর ড. মোজাম্মেল হক খান, প্রখ্যাত অর্থনীতিবিদ ড. খলিকুজ্জামান, কানাডায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অজয় বিশারিয়া, সাবেক সংস্কৃতিকবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রমুখ।
কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান বক্তব্যের শুরুতেই জাতির জনকসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচকভাবে তুলে ধরতে ও নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে অবস্থানের জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে সবার সঙ্গে কানাডা হাইকমিশনও কাজ করে যাচ্ছে। এজন্য প্রত্যেককে যার যার অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
এআরবি/এসকেডি