কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির বিজয় দিবস উদযাপন

Dhaka Post Desk

আহসান রাজীব বুলবুল, কানাডা প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০২২, ১১:০১ এএম


কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির বিজয় দিবস উদযাপন

কানাডার ক্যালগেরিতে বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির আয়োজনে উদযাপিত হলো মহান বিজয় দিবস।

বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উপলক্ষে সংগঠনটির বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রদর্শনী, পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন, পুস্পস্তাবক অর্পণ, অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য প্রদান, ক্যালগেরিতে বসবাসরত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও মুক্তিযুদ্ধের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

আলোচনা সভায় বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্যালগেরিতে বসবাসরত মুক্তযোদ্ধারা এবং ক্যালগেরির সুধীজনরা। এসময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্রসহ উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা প্রবাসে থাকলেও দেশ সবসময় আমাদের হৃদয়ে। আমাদের নতুন প্রজন্মকে বিজয় দিবসের ইতিহাস জানাতে হবে। জানাতে হবে আমাদের মানচিত্রকে, শেখাতে হবে আমাদের বাংলা সংস্কৃতিকে।

অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তারা। এসময় প্রবাসী বাঙালিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যালগেরির বাংলাদেশ সেন্টার।

/এসএসএইচ/

Link copied