বিজয় দিবস উপলক্ষে ভেনিসে যুবদলের আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে ইতালির ভেনিসে যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২৪ ডিসেম্বর) মেসত্রের একটি রেস্টুরেন্টের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেনিস যুব দলের সভাপতি মোহাম্মদ আকবর খান। প্রধান অতিথি ছিলেন ভেনিস বিএনপির সভাপতি আবদুল আজিজ সেলিম। বক্তব্য রাখেন মোহাম্মদ আরফান মাস্টার, হাবিব সিকদার ও যুবরাজ দেওয়ানসহ আরও অনেকে।
প্রধান অতিথি আবদুল আজিজ সেলিম বলেন, দেশের বর্তমান ফ্যাসিবাদী সরকার আমাদের বিজয়ের অর্জন দুর্নীতি দিয়ে ঢেকে দিয়েছে। মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলা করে বিশ্বে দেশের ভাবমূর্তি চরমভাবে নষ্ট করেছে।
কেএ