রোমে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

Dhaka Post Desk

জমির হোসেন, ইতালি 

০৯ মার্চ ২০২৩, ০৪:৫৯ এএম


রোমে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ’ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) রাষ্ট্রদূত মো. শামীম আহসানের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জাতির পিতাসহ সমস্ত বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পরে এই দিনের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, এই ভাষণ শুধুমাত্র বাঙালি জাতিকেই স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করেনি, সারা বিশ্বের নিপীড়িত-নির্যাতিত স্বাধীনতাকামী মানুষকে সর্বদা অনুপ্রেরণা জুগিয়েছে। 

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও বাংলাদেশের অব্যাহত সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

কেএ

Link copied