প্রবাসী সাংবাদিকদের সম্মানে ফ্রান্সে ইফতার মাহফিল

বাংলাদেশ বিজনেস কনসালটিংয়ের (বিবিসি) আয়োজনে ফ্রান্সে অবস্থানরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ এপ্রিল) রাজধানী প্যারিসের ক্লিসি ক্যাফে দ্যু লুনায় এ ইফতারের ব্যবস্থা করা হয়।
ইফতার মাহফিলে সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলমের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত ভট্টাচার্য শুভর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।
ইফতার মাহফিলে এ সময় বক্তব্য রাখেন এটিএন বাংলা ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, তৃতীয় বাংলা ডটকম এর সম্পাদক এনায়েত হোসেন সোহেল, সময় টিভি লুৎফুর রহমান বাবু, ইউরো বিডি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ইমরান মাহমুদ, আর টিভির তাইজুল ফয়েজ, দৈনিক আমাদের সময়ের আব্দুল মালেক হিমু, ইউরো ফোকাস এর সিইও এম আলী চৌধুরী, বাংলা টেলিগ্রাম এর সম্পাদক শাহ সোহেল আহমদ, এনটিভির ইউরোপ প্রতিনিধি আবুল কালাম মামুন, ডিবিসি নিউজের ইকবাল মো. জাফর, বাংলা টিভির রাসেল আহমদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের শাবুল আহমদ, দৈনিক মুক্ত খবরের বাদল পাল, প্যারিস টাইমের সম্পাদক সালাহ উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সভাপতি উবায়দুল ইসলাম রিয়াদ, বিশিষ্ট কমিউনিটি নেতা কামাল সিকদার।
প্রধান অতিথির কাছে সাংবাদিকরা ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য একটি স্থায়ী কালচারাল সেন্টার স্থাপনের প্রস্তাব উপস্থাপন করেন। তিনি কালচারাল সেন্টার স্থাপনে ঐকমত্য পোষণ করেন।
প্রধান অতিথি কাজী এনায়েতুল্লাহ বলেন, কালচারাল সেন্টার স্থাপনের জন্য মাহে রামাদানের পর বৃহত্তর আলোচনা ও কর্মপদ্ধতি নির্ধারণ করা হবে। তিনি বাংলাদেশ দূতাবাস ও ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির মধ্যে সুসম্পর্ক গড়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
ওএফ