সিলেটি অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন

Dhaka Post Desk

আহসান রাজীব বুলবুল, কানাডা প্রতিনিধি

১৯ মে ২০২৩, ১২:৫৮ পিএম


সিলেটি অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন

বামে সভাপতি রুপক দত্ত, ডানে সাধারণ সম্পাদক মাহমুদ হাসান

কানাডার কেলগেরী নর্থ ইস্টের সিলেটি অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির অস্থায়ী কার্যালয়ে সমিতির এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রুপক দত্তের সভাপতিত্বে ও জুবায়ের সিদ্দিকীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বর্তমান সাধারণ সম্পাদক কয়েস চৌধুরীকে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি নির্বাচিত হওয়ায় সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

গঠনতন্ত্রের বাধ্যবাধকতা অনুযায়ী কয়েস চৌধুরীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে কিছু সীমাবদ্ধতা থাকায় সভায় উপস্থিত সকল সদস্য নতুন সদস্য সচিব নির্বাচনের জন্য একমত পোষণ করেন।

বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কিরণ বণিক শংকরের প্রস্তাবনায় উপস্থিত সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত সমর্থনে বিশিষ্ট কলামিস্ট ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সমিতির সভাপতি রুপক দত্ত, বিদায়ী সাধারণ সম্পাদক কয়েস চৌধুরী, বিশিষ্ট প্রকৌশলী মোহাম্মদ কাদির, কিরণ বনিক শংকর, ঝুমক দত্ত, জুবায়ের সিদ্দিকীসহ উপস্থিত সকলেই নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান।

এই বিশেষ বর্ধিত সভায় বিগত বছরের সমিতির কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। ২০২২ সালে বৃহত্তর সিলেটের প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সিলেটি অ্যাসোসিয়েশনের কার্যকর ভূমিকা নিয়ে উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন।

সকলের সর্বসম্মত সিদ্ধান্তে আগামী ২৯শে জুলাই শনিবার সমিতির বার্ষিক বনভোজন আয়োজনের সিদ্ধান্ত হয়। একই দিনে জুবায়ের সিদ্দিকীর কুইন এলিজাবেথ অ্যাওয়ার্ড প্রাপ্তি, প্রকৌশলী মোহাম্মদ কাদিরের আলবার্টা প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন নির্বাচিত হওয়া এবং কয়েস চৌধুরী বিসিএওসির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁদেরকে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এমজে

Link copied